বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

ভারতে আবারও একদিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ভারতে করোনার নতুন ধরণ তার নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিছুদিন মৃত্যুহার কমলেও গত দুদিন আবারও দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে । এছাড়া সংক্রমিত হয়েছে ৩ লাখ ৬০ হাজারের বেশি।

বৃহস্পতিবার (১৩ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি সপ্তাহে করোনার ভারতীয় ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আনন্দবাজার জানিয়েছে, ভারতে করোনার নতুন এ স্ট্রেইনের কারণে বিভিন্ন রাজ্যে টিকার অভাব দেখা দিয়েছে। সে জন্য টিকাকরণ কর্মসূচি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা দেওয়া হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ২৬৫ জনকে। এ নিয়ে দেশটিতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৭ কোটি ৭২ লাখের বেশি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102