শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সচিব হলেন রামুর সন্তান মোমিনুর রশিদ আমিন

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার সন্তান মোমিনুর রশিদ আমিনকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারর স্বাক্ষরিত এক পত্রে তাঁকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি ইতোপূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি যুগ্ম-সচিব পদমর্যাদায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহি উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সংগে দায়িত্ব পালন করেছেন।

তাঁর ঘনিষ্ট সূত্রে জানা গেছে, জোয়ারিয়ানালার প্রবীণ শিক্ষাবিদ মরহুম জালাল আহমদ সিকদারের পুত্র মোমিনুর রশিদ আমিন রামুর জোয়ারিয়ানালা এইচ এম সাচি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102