করোনাকালিন সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ফলে কর্মহীন কক্সবাজার সদর উপজেলার ৫৪ জন তৃতীয় লিঙ্গের (হিজরা) মাঝে স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নিত্যপণ্য প্রদান করা হয়েছে। গতকাল ৮ জুলাই দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের মাঠে চাল, ডাল, তৈলসহ বিভিন্ন নিত্যপণ্য প্রদান করেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
তিনি জানান -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের কর্মহারা মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণের নির্দেশ প্রদান করেন।
৩৩৩ নম্বরে কল করলেই বাসায় ত্রাণ পৌছে যাবে বলেও তিনি জানান। সদরের এবং পৌরসভার ৫৪ জন হিজরা জনগোষ্ঠীকে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণে অংশ নেন।
কমেন্ট করুন