শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

সাত মাস পর ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে আনা হলো কক্সবাজার কারাগারে

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। আলোচিত এ হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার দীর্ঘ সাত মাস পর তাকে কক্সবাজার কারাগারে আনা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কড়া নিরাপত্তায় তাকে নিয়ে কক্সবাজার পৌঁছায় পুলিশের একটি দল।

এর আগে সকাল ১১ টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে ওসি প্রদীপকে নিয়ে প্রিজন ভ্যানে করে পুলিশের একটি দল কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেয়।

গত সাত মাস আগে দুদকের একটি মামলায় হাজিরা দিতে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছিল।

গতবছর ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৯ সদস্যকে আসামী করে মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তভার দেন র‌্যাবকে।

পরদিন ৬ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

এ হত্যা মামলায় গত ১৩ ডিসেম্বর তদন্তকারি কর্মকর্তা ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102