বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

হালদা নদী থেকে দুই হাজার মিটার ঘেরা জাল জব্দ

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় হাটহাজারীতে অবৈধভাবে মাছ ধরাকালীন গত দুই দিনে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ এপ্রিল) বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন হালদা নদীর ধলই ইউনিয়নের অংশ থেকে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে।

এ দিকে মঙ্গলবার রাতে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের হালদা নদী এলাকায় ইউএনও’র নির্দেশে এ অভিযান চালায় গুমানমর্দন ইউনিয়ন পরিষদ। এসময় নদীতে জাল দিয়ে মাছ শিকার করায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সচিব ও চৌকিদারদের সহায়তায় ১ হাজার মিটার জাল উদ্ধার করে।

ইউএনও রুহুল আমীন পূর্বকোণকে বলেন, চলতি এপ্রিল থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হবে। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে ইতিমধ্যে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীদের কাছে ঘেরা জাল খুব কার্যকরী অস্ত্র।

গত দুইদিনে হালদার বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার জাল জব্দ করার কথা স্বীকার করেন তিনি।

ইউএনও আরও বলেন, সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারাবছর নদীতে মাছ আহরণ নিষেধ। এরপরও এক শ্রেণির কিছু লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102