সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

পবিত্র “শবে বরাত “২৯ মার্চ

সৈকত
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

দেশের আকাশে গতকাল রোববার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ (সোমবার) দিনগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। খবর বাংলানিউজের।

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় মঙ্গলবার (১৬ মার্চ) শাবান মাস গণনা শুরু হবে। তাই আগামী ২৯ মার্চ (সোমবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে

 

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102