সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

পাখার গ্রাম

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলার দুটি গ্রাম তালপাখার গ্রাম। যোগীরভবন ও আড়োলা আতালপা—দুই গ্রামের দুই শতাধিক পরিবার পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে শুধু যোগীরভবন গ্রামে হাতল পাখা (ডাঁটপাখা) তৈরি হয়। প্রতিটি হাতল পাখা ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হয়। আর আড়োলা আতালপাড়ায় তৈরি হয় পকেটপাখা বা ঘুরকি পাখা। সেগুলো পাইকারিভাবে ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হয়। তালপাতা দিয়ে এসব পাখা তৈরি হয়। নারীরা এই পাখা বেশি তৈরি করেন। তাঁদের সহায়তা করেন পুরুষেরা। সাধারণত শীতের শেষে ফাল্গুন মাস থেকে পাখা তৈরি শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102