রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

জমি বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সৈকত
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

সোমবার বিকালে কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

নিহত আব্দুর রহিম (৩০) কক্সবাজার শহরের চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

তবে এ ঘটনায় হামলাকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।

স্থানীয়দের বরাতে পরিদর্শক আনোয়ার বলেন, কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় পিতার মালিকানাধীন জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে আব্দুর রহিমের সঙ্গে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকালে তার উপর ছোট ভাই মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী মুন্নীসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

” এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে। তার পিটে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া পাওয়া গেছে। ”

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।

আনোয়ার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102