রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

শহরের নাজিরারটেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লক্ষ টাকা জরিমানা

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

শহরে নাজিরারটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়েছে সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দুইটি স্কাভেটর জব্দ করা হয়েছে। গতকাল ৫ মে বুধবার বিকালে এই অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং দৈনিক কক্সবাজারকে জানান, দন্ডিত দুই ব্যক্তি শহরের নাজিরারটেক ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে অভিয়ান চালানো হয় ওই এলাকায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, দণ্ডিত ব্যক্তিদের হুঁশিয়ারি করা হয়েছে; ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালতের সামনে দণ্ডিত ব্যক্তিরা অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপকর্ম জীবনে আর করবেন না বলে মুচলেকা প্রদান করেন। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102