মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

গোলাগুলির পর দেড় লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারিরা

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারিরা পালালেও তাদের ফেলে যাওয়া ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (০৪ মে) রাত ৮ টার দিকে উখিয়ার ৫নং পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

এক মেইল বার্তায় ৩৪ বিজিবির অধিনায়ক জানায়, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সংবাদ পায়। এরপর বালুখালী বিওপির বিজিবির একটি টহল দল ৫নং পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

“পরবর্তীতে রাত ৮ টারর দিকে ০৩/০৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

পরে বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ০৭ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।”

এরপর টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102