রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে : পরীমনি

সৈকত
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিযোগ করেছেন, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এই অভিযোগ তোলার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। কার কিংবা কাদের বিরুদ্ধে অভিযোগ- তা স্পষ্ট না করলেও এই অভিনেত্রী বলেছেন, তিনি পুলিশে জানিয়েও ফল পাননি।

এদিকে পুলিশ বলেছে, এই ধরনের কোনো অভিযোগ তারা পায়নি। রোববার রাতে নিজের ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।” পুলিশে জানিয়েও ফল পাননি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখেন এই অভিনেত্রী। তার ওই পোস্ট দ্র‍ুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পোস্টটি দেখার পর যোগাযোগ করা হলে পরীমনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ভালো নাই। এমন ঘটনা নিজের উপর না ঘটলে আমরা কেউ বুঝব না, কী ঘটেছে। আমি এর বিচার চাই।” কোথায় অভিযোগ করতে গিয়েছিলেন- জানতে চাইলে তিনি বলেন, “বনানী থানায়।” কার বিরুদ্ধে অভিযোগ, সে প্রশ্নে তার মুখ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। চলচ্চিত্রে পরীমনি নাম নিলেও তার নাম শামসুন্নাহার স্মৃতি।

পরীমনি যদি থানায় গিয়ে অভিযোগ করেন, তাহলে ‘সে অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। নড়াইলের মেয়ে পরীমনির ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102