শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

করোনায় কর্মহীনদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ শুরু

সৈকত
  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

রোববার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানে প্রথম দফায় দেড়শ’ টমটম চালকের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে মোট এক হাজার জন টমটম চালকের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে দিনমজুর, রিকশাচালক, সেলুন কর্মচারী, মুচি, পর্যটন কর্মী সহ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন-আল পারভেজ ।

প্রথম দফায় রোববার ত্রাণ বিতরণকালে মো. আমিন-আল পারভেজ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102