মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

করোনাভাইরাস: যুক্তরাজ্যে ভ্যাকসিন পরীক্ষায় প্রথম রোগীকে ইনজেকশন দেওয়া হয়েছে

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৮০৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস: যুক্তরাজ্যে ভ্যাকসিন পরীক্ষায় প্রথম রোগীকে  ইনজেকশন দেওয়া হয়েছে
অক্সফোর্ডে , ইউরোপের  প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন মানব  দেহে পরীক্ষা  শুরু হয়েছে।
শুরুতে দু’জন স্বেচ্ছাসেবককে ইনজেকশন দেওয়া হয়েছে , এই গবেষণার জন্য ৮০০ এরও বেশি লোক নিয়োগ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দের মধ্যে  অর্ধেক কোভিড -১৯  ভ্যাকসিন গ্রহণ করবে এবং  বাকি অর্ধেকে   কন্ট্রোল ভ্যাকসিন যা মেনিনজাইটিস থেকে সুরক্ষা করে ,তা দেওয়া  হবে , কিন্তু  করোনভাইরাস থেকে নয়। এই গবেষণা টি এমন ভাবে সাজানো হয়েছে  যে  শুধু  মাত্ৰ চিকিৎসকরা ছাড়া  স্বেচ্ছাসেবকরা জানতেই  পারবে না  যে তারা কোন ভ্যাকসিন টি গ্রহণ করছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল তিন মাসের কম সময়ে এই ভ্যাকসিন তৈরি করেছে । জেনার ইনস্টিটিউটের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট  এই প্রাক-ক্লিনিকাল গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছিলেন “ব্যক্তিগতভাবে আমার এই ভ্যাকসিনের উপর  অনেক আস্থা রয়েছে।”অবশ্যই, আমাদের এটি পরীক্ষা করতে হবে এবং মানুষের কাছ থেকে তথ্য নিতে হবে। আমাদেরকে  প্রমান  করতে হবে যে এটি প্রকৃতপক্ষে কাজ করে  এবং এটি করোনাভাইরাস থেকে  আক্রান্ত হওয়া বন্ধ করে”, এর পরই এই ভ্যাকসিন বিশাল  জনগোষ্ঠীর কাছে বাজারজাত করা যাবে। 
সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102