বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

গর্জনিয়ার বড়বিল থেকে বন্দুক, পিস্তল ও গুলি সহ বিপুল গোলাবারুদ উদ্ধার

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির জোয়ানরা রামুর গজর্নিয়ার উত্তর বড়বিল থেকে দেশীয় তৈরি ১টি বন্দুক, ১টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ আর ৩ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকালে ডাকাতির প্রস্তুতি নেয়া সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকির হোসেনের বাড়ির পশ্চিমে আকাশমণি বাগান এলাকায়। এ বিষয়ে রামু থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ।

তিনি বলেন, রামুর খুব খারাপ এলাকা এ উত্তর বড়বিল। এখানে ডাকাতরা আবার মাথাছাড়া দিয়ে উঠছে। আর এ অবস্থায় বিজিবি অভিযান চালালো। তাদের পরিকল্পনা ভেস্তে দিলো। এদিকে স্থানীয় অভিজ্ঞ মহল জানান, গত ক’বছরে বেশ কিছু লোক অপহৃত হয়েছিল এ এলাকা থেকে। এরকম অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা কালে হাসান, হুসাইন নামের দুই ভাইকে প্রাস্টিকের ড্রামে শ্বাসরুদ্ধ করে হত্যাও করেছিলো এ অপহরণকারীরা। যা মানুষকে এখনও হতবাক করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102