বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

ব্রিটেনে করোনাভাইরাসের শিকার প্রথম বাংলাদেশি ডাক্তার

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

বুধবার  ক‌রোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মাবুদ (৫৩) নামের এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এ কাজ করেন শত শত বাংলাদেশি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী। ডাঃ আবদুল মাবুদ চৌধুরী হচ্ছেন এদেশে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথম বাংলাদেশি ডাক্তার।

তিনি ছিলেন ইউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁর স্ত্রীও একজন ডাক্তার। তারা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

তাঁর স্ত্রী সেরে উঠলেও ডাঃ আবদুল মাবুদ চৌধুরীর অবস্থার গুরুতর অবনতি ঘটে। তাকে মৃত্যুর আগের কয়েকজন হাসপাতালের আইসিইউ‌’তে ভেন্টিলেটার রাখতে হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন ডা. মাবুদ। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১১ বছরের কন‍্যা ওয়ারিশা, ১৮ বছরের পুত্র ইনতিসার রেখে গেছেন।

ড. ফয়সাল চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কামারগাঁও।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102