শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

রোজা রাখা মুসলমানদের মধ্যে করোনায় মৃত্যুহার বাড়েনি: ব্রিটিশ জরিপ

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

গতবছর (২০২১ ইং) যুক্তরাজ্যে রমযান মাসে রোজা রাখা মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে।। বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ-এ এই জরিপের ফলাফল প্রকাশ হয়। এতে বলা হয়, রমজান মাস পালন করা ব্রিটিশ মুসলমানরা করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে প্রায় ত্রিশ লাখ মুসলি বসবাস করেন। মহামারিতে অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মতো বহু মুসলমান কমিউনিটি নির্বিচারে আক্রান্ত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, রমজান সংশ্লিষ্ট আচার আচরণের সঙ্গে কোভিড-১৯ এ মৃত্যুর কোনও ক্ষতিকারক প্রভাব নেই।’

গত বছর যুক্তরাজ্যের অনেকেই বলেন যে রমজান মাসে আক্রান্তের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে নতুন জরিপে বলা হয়েছে, ‘এসব দাবির কোনও দালিলিক ভিত্তি নেই। এর বদলে সমাজের জন্য ক্ষতিকর স্বাস্থ্য সংক্রান্ত বৈষম্য নিরসনে সহায়ক রমজান। বিশেষ করে জীবন ধারণ এবং কর্মক্ষেত্রে থাকা বৈষম্য।’

 

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102