রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে দালাল চক্রের ৬ সদস্য আটক

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)ইকুরিয়া অফিস এলাকা থেকে দালালচক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ বাদল মিয়া (৪০), মোঃ রুবেল হোসেন (২৫), মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ তারিফ হোসেন (২৫), মোঃ মোস্তফা কামাল (৩০) ও মোঃ আব্দুল খালেক (৬০)। আজ বুধবার (০৫ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ইকুরিয়া বিআরটিএ অফিসে লাইসেন্স করাতে আসা কয়েকজন ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে বিআরটিএ ভ্রাম্যমান আদালত-৮ এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ সাদিয়া তাজনিন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা জানান,ইকুরিয়া বিআরটিএ অফিসে দালালদের হাতে বিভিন্ন যানবাহনের লাইসেন্সের জন্য আসা লোকজন একদম জিম্মী হয়েই পড়েছিল। দালাল ছাড়া কোন ফাইলপত্র এই অফিসে একটু নড়ে না।তাই ভুক্তভোগি গ্রাহকরা একাধিকবার অভিযোগ করেও এর কোন সুফল পায়নি। কিন্তু আজকে হঠাৎ ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬দালাল আটক হওয়ায় গ্রাহকরা একটু স্বস্তি পেয়েছে।

বিআরটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারাহ্ সাদিয়া তাজনিন জানান,গ্রাহকরা যাতে দালাল ছাড়া সরকারী নিয়ম মোতাবেক সহজে লাইলেন্স পান সেজন্য এই অফিসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬দালালকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দালাল চক্র যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আইনি অভিজান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102