শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বেলা সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উত্তরার প্রধান সড়ক, এভিনিউ ও সেক্টরসমুহে প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার ইত্যাদিতে বিদেশী ভাষার পরিবর্তে বাংলা ভাষায় লিখতে নির্দেশনা দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ভাষা বাংলায় পরিবর্তনের জন্য সাত দিন সময় দেওয়া হয়।

এছাড়া ফুটপাত অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণের অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102