রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকে (জিসিএ) চট্টগ্রামের দুস্থ এবং করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য উপহার পৌঁছে দিল

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৮৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকে চট্টগ্রামের খেটে খাওয়া হত দরিদ্র জনগোষ্ঠীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ! বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যের নাজুক অবস্থার মধ্যেও প্রিয় চট্টলাবাসীর এই দুর্দিনে আমরাও সারথী হলাম – গত ১৩ মে ২০২০ চট্টগ্রামের সহস্রাধিক পরিবারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে !
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক পূর্বকোন পত্রিকার সম্পাদক  চট্টগ্রাম ক্লাবের সভাপতি বিশিষ্ট রোটারিয়ান ও  সমাজসেবক জনাব জসিম উদ্দিন চৌধুরী !  এই সময় তিনি খাদ্য সামগ্রী সমূহ মাননীয় পুলিশ কমিশনার জনাব মাহবুবুর রহমান বিপিএম (বার ) পিপিএম ( বার ) এর নিকট হস্তান্তর করেন !  মেট্রোপলিটন পুলিশের পক্ষে সমগ্র হস্তান্তর প্রক্রিয়াকে সমন্বয় করেন উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ ) জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম ( বার ) পিপিএম (বার ) – সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রাইসুল ইসলাম  ( চকবাজার জোন )  সার্বক্ষণিক ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে  (জিসিএ) ইউকে কে সযোগিতা  করেছেন । ত্রান হস্থান্তর প্রক্রিয়ায় এই সময় গ্রেটার চিটাগাংএসোসিয়েশন ( জিসিএ ),ইউকে ‘র পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস‍্য আরিফ সোবহান !
এক অভিব্যক্তিতে সংগঠনের সভাপতি ব্যারিস্টার মনওয়ার হোসেন , সাধারণ সম্পাদক কাউন্সিলার জনাব সৈয়দ  ফিরোজ গনি, ত্রান কমিটির প্রধান সহ সভাপতি আরশাদ মালিক , সহ সভাপতি রাশেদ আহমেদ, সহ সভাপতি রাজ্জাকুল হায়দার বাপ্পি ,  ব্যারিস্টার আলী রেজা, ইসি কমকর্তা হাসান আনোয়ার, ট্রেজারার অনুপম সাহা, ইসি কর্মকর্তা মোহাম্মদ কায়সার,  মনির মাহমুদ , নুরুন নবী  এবং শেখ নিজাম উদ্দিন  বলেন, পৃথিবীজুড়ে মানবজাতি আজ কঠিন এক  সময় পার করছে। করোনা মহামারীর কারণে  হতদরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পরায় দিনে দিনে অসহায় হয়ে পরেছে। এই সময়ে সবার উচিৎ যার যার অবস্থান থেকে এগিয়ে এসে হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। গ্রেটার চিটাগাং এসোসিয়েশন (জিসিএ),ইউকে নেতৃবৃন্দ  জানান তাদের  এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102